হোমনা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনে অনিয়ম-অর্থ বাণিজ্যের অভিযোগ//গঠনতন্ত্র বহির্ভূত কমিটি বাতিলের দাবী

এমএ কাশেম ভূঁইয়া, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনে অনিয়ম ও অর্থবানিজ্যের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা। গতকাল (১১ মে) শনিবার বিকালে উপজেলার পৌর সুপার মার্কেটের সামনে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা এ সমাবেশ করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হোমনা উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম সরকার, সাবেক সাধারন সম্পাদক আতাউল হক সোহাগ, হোমনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈকত সরকার সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিম প্রমূখ। এসময় পদবঞ্চিত শতাধিক ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম হোমনা থানা ভবনের সামনে থেকে হোমনা চৌরাস্তা পর্যন্ত এবং চৌরাস্তা থেকে পৌর সুপার মার্কেট পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে পৌর সুপার মার্কেটের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। আয়োজিত সমাবেশ নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবী করে বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী উক্ত কমিটি গঠন করা হয়নি। এতে অছাত্র, অর্থ লেনদেন ও গোপনে পকেট কমিটি করা হয়েছে। তারা আরো বলেন, গঠিত কমিটির সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক চাকুরী করেন এবং ৩নং সাংগঠনিক সম্পাদক অষ্টম শ্রেণী পাশ। তবে সবগুলো অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন বলেন, আমরা প্রতিটা পদের বিপরীতে সি.ভি গ্রহণ করি এবং যাচাই বাছাই করে নিয়মানুযায়ী কমিটি দিয়েছি। এখানে যারা সভাপতি সেক্রেটারি হয়েছে, তারাসহ সবাই তরুণ ও উচ্চ শিক্ষিত, এখনো ছাত্র। পুর্নাঙ্গ কমিটি হলে যোগ্যতা সম্পন্ন যারা বঞ্চিত হয়েছে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করার কথাও তিনি জানান।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *