রূপগঞ্জে ৯০ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও, টাকা ফেরত পেতে মানববন্ধন

শাকিল আহম্মেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মায়েরছাঁয়া সমবায়ের নামে এক এনজিও  ৯০ কোটি টাকা আত্মসাৎ করে পরিচালকদের পালিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন। ৮ মে বুধবার বিকালে রূপগঞ্জ থানা ভবনের সামনে এ মানববন্ধনে অংশ নেয় সমিতির হাজারো গ্রাহক। এ সময় ভুক্তভোগীদের মাঝে মধু মিয়া তার বক্তব্যে জানান, তার ২১ লাখ টাকা মায়ের ছাঁয়ায় বিনিয়োগ করা হয়েছিলো। কিন্তু পরিকল্পিতভাবে এর পরিচালক মোঃ হোসেন, নিপু দাস,বাদল মিয়া,সোহেল মিয়াগং ৩ হাজারের অধিক গ্রাহকের বিভিন্ন সময়ে আদায় করা প্রায় ৯০ কোটি টাকা নিয়ে রাতের আঁধারে পালিয়ে যায়। এ বিষয়ে আমরা মামলা করলেও প্রচারকদের ধরতে পারেনি পুলিশ। এখন আমাদের বহু গ্রাহক নিঃস্ব হয়ে গেছে। বহুলোক তার শেষ সম্বল এখানে আমানত রেখেছিলো। এ সময় মানববন্ধনে অংশ নেয়া অন্যান্যা বক্তারা জানান, প্রতারকরা মায়ের ছাঁয়া নামে গ্রুপ খুলে হাসপাতাল,সমিতি, মাছ চাষসহ বহু জমি জমা ক্রয় করেছে। এসব বিক্রি করে হলেও গ্রাহকের টাকা ফেরত দিতে হবে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *