চান্দিনায় দেড় কোটি টাকা ব্যয়ে সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সোহেল রানা, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপ‚র্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (সিসিবি) এর আওতায় কুমিল্লার চান্দিনায় এক কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে কাঁচা সড়ক পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কংগাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন থেকে সুইসগেট হয়ে ঘুগড়া বিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ওই সড়কটি পাকাকরণ কাজের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ওই কাজটি বাস্তবায়ন করবেন। এসময় ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচণ করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো সোয়াইব উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম, গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল করিম দর্জি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, যুবলীগের নেতা বাহারউদ্দিন সোহাগ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে কংগাই ফোটকাতলী বাজারে সার্বজনীন পেনশন স্কীম সম্পর্কে জনসচেতনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এর আগে সকালে চান্দিনা কোর্ট মসজিদের নির্মাণ কাজের জন্য ব্যক্তিগত তহবিল থেকে দুই লক্ষ টাকার চেক প্রদান করেন তিনি।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *