দাউদকান্দিতে ব্রীজ নির্মাণে ধীরগতি, জণসাধারণের ভোগান্তি

মোঃ বিল্লাল মোল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব কাওয়াদির মেয়াজেন সরকার বাড়ির পাশের খালে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন সেতুটি আজও জনগণের চলাচলের জন্য নির্মাণ সম্পন্ন হয়নি। এলাকাবাসীর চরম ক্ষোভ দুই বছর যাবত ডিলে ডালাভাবে কাজ করে আসছে ঠিকাদার নাফিজ ইকবাল এর প্রতিষ্ঠান। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন প্রায় দুই বছর যাবত এই সেতুর নির্মাণ কাজ চলেছে, কিন্তু আজ পর্যন্ত ভুক্তভোগী জনসাধারণ সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে ভুক্তভোগী জনসাধারণ তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সবুরের হস্তক্ষেপ কামনা করছি। আজ সোমবার ২২ শে এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা যায় সেতুর কাজ বন্ধ। এ বিষয়ে দাউদকান্দি উপজেলা প্রকল্প কর্মকর্তা বলেন প্রাথমিকভাবে কাজের একটু সমস্যা হয়েছিল। তবে ইনশাআল্লাহ এক মাসের মধ্যে কাজ হবে বলে আশা করছি। এ বিষয়ে সাংবাদিকদের সাথে টেলিফোনে মূল ঠিকাদার নাফিস আহমেদের কথা বললে তিনি দুটি সমস্যার কথা বলেন, প্রথমত তিনি বলেন ফাউন্ডের সমস্যার কারণে কাজটি ধীরগতিতে হচ্ছে, পাশাপাশি নকশার ডিজাইনে সমস্যার কারণে আমরা ধীরগতিতে কাজটি করছি। অচিরেই দ্রুত কাজটি সম্পন্ন করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *