উজিরপুরে ডা: আবু বকর আকন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তাওহীদ ইসলাম (ফুয়াদ) বরিশাল জেলা প্রতিনিধি: উজিরপুরে এক দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল সকাল দশটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আবু বকর আকন এর উদ্যোগে উপজেলার বামরাইল ইউনিয়ন এর হস্তিশুন্ড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্যাম্পের আয়োজন করা হয়। মামুন অর রশিদ তালুকদারের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর-বানারীপাড়া ২ আসনের মাননীয় সাংসদ রাশেদ খান মেনন এ সময় তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব রহিমা আফরোজ রোজি, উজিরপুর আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান ইউছুব হাওলাদার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাঃ আবু বকর আকন এর তত্ত্বাবধানে মেডিকেল কলেজের স্বনামধন্য প্রফেসর বৃন্দদেরকে নিয়ে নাক-কান-গলা,গাইনী, শিশু,মেডিসিন, সহ বিভিন্ন রোগের প্রায় পাচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। অধ্যাপক ডাঃ আবু বকর আকন বলেন, হস্তিশুন্ড শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষে মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিকে রূপান্তর সহ পরিত্যক্ত বোরকাটি হাটকে বাস্তবমুখী শিক্ষার লক্ষে কারিগরি কলেজ ও অবহেলিত রাস্তা সংস্কারের জোর দাবি জানান। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা আব্দুল হান্নান নামে এক রোগী বলেন, বর্তমানে চিকিৎসা অনেক ব্যয়বহুল। তাই এ ধরণের ফ্রি চিকিৎসা ক্যাম্প সমাজে মধ্যম ও গরীব শ্রেণির মানুষের জন্য আশীর্বাদ। অনুষ্ঠানে সভাপতি মামুন অর রশিদ তালুকদার বলেন, এই ক্যাম্পের মাধ্যমে অসহায় , গরীব রোগীরা কোন টাকা ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎস দ্বারা সেবা ও পরামর্শ সহ পাশাপাশি তাদেরকে ফ্রি ঔষধ প্রদান করা হয়।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *