নিখোঁজের ৩৬ ঘন্টা পর দাউদকান্দিতে অটোচালকের লাশ উদ্ধার

আনিসুর রহমান খান দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর এলাকার ডোবা থেকে শফিউল্লাহ (৩৫) নামে অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে। পেশায় অটোরিকশা চালক। চাচাত ভাই নাছির উদ্দীন বলেন, সফিউল্লাহ ছয় মাস আগে এনজিও থেকে টাকা তুলে অটোরিকশাটি কিনে চার সন্তান নিয়ে কোন রকমে সংসার চালাতো। ঈদের আগেরদিন সন্ধ্যার পর সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করেও তার খোজ পাইনি। পরে পুলিশকে জানানো হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোজাম্মেল হক জানান, আজ শুক্রবার(১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা গ্রামের মাটির সড়কের পাশে ডোবায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ওমর ফারুক লাশটি উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চোর সিন্ডিকেট তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। উর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় হত্যাকারীদের সনাক্ত এবং অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *