রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে পড়ল সাগরে

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সাগরে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ মার্চ) এ ঘটনা ঘটে।

ক্রিমিয়ার সেভাস্তোপল শহরের মস্কোপন্থি গভর্নর এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। মেসেজিং অ্যপ টেলিগ্রামে এক পোস্টে সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, একটি সামরিক বিমান সাগরে বিধ্বস্ত হয়েছে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা উল্লেখ করেননি গভর্নর। মিখাইল রাজভোজায়েভ আরও বলেন, সাগরে বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট বিমানটি থেকে বেরিয়ে যান। উপকূল থেকে প্রায় ২০০ মিটার দূরে তাকে পাওয়া যায়। এর আগে রাশিয়ার টেলিগ্রাম চ্যানেল জানিয়েছিল, রাশিয়ার এসইউ-৩৫ ফাইটার জেট সেভাস্তোপলের কাছে বিধ্বস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে একটি বিমানকে আকাশ থেকে নিচের দিকে পড়তে দেখা যায়। পড়ন্ত বিমানটিতে আগুনের শিখা দেখা গেছে। রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দফতর সেভাস্তোপল। এটি ক্রিমিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনীয় উপদ্বীপটি দখল করে নেয়।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *