মেঘনায় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির- রেজিস্ট্রেশন ও রেফারেল ব্যবস্থাপনার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) মানিকারচর ইউনিয়ন কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ সভা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান, মানিকারচর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির- রেজিস্ট্রেশন ও রেফারেল ব্যবস্থাপনার প্রশিক্ষক নাবিল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমসহ ইউনিয়নের মেম্বার, মহিলা মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এসময় মেঘনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান বলেন জরায়ু মুখে ক্যান্সারের কোনো পূর্ব অবস্থা আছে কিনা যে পরীক্ষার মাধ্যমে করা হয় তা হল ভায়া পরীক্ষন। প্রতি বছর বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত মহিলাদের ১৯% স্তন ক্যান্সারে এবং ১২% জরায়ু-মুখ ক্যান্সারে আক্রান্ত হয় ও মারা যায়, এজন্য সরকার বিনামূল্যে এর চিকিৎসা সেবা চালু করেছে, এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে মেঘনার ৮টি ইউনিয়নে প্রশিক্ষণ সভার আয়োজন করেছি ইতিমধ্যে তিনটি ইউনিয়ন শেষ করেছি পর্যায়ক্রমে বাকি পাঁচটি শেষ করবো।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *