মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় প্রতি বছরের ন্যায় শাহজাহান মসজিদ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে, মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ শাহজাহান, অসহায় শীতর্থদের মাঝে কম্বল বিতরণ করেন। বুধবার (৮ই জানুয়ারি) বেলা ১১টায় শাহজাহান মসজিদ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এর মাঠে ২০০ জন শীতর্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। আলহাজ্ব মোঃ শাহজাহান বলেন আমরা যারা ভালো অবস্থানে আছি। সবাই সবার অবস্থান থেকে যদি অসহায় মানুষ গুলোর দিকে সাহায্যের হাত বাড়াই, তবে অসহায় মানুষদের কষ্ট একটু হলেও লাগব হবে। তাই আমি সবার প্রতি অনুরোধ করব যে যার অবস্থান থেকে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শাহজাহান সহ বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহীদুল্লাহ, গোবিন্দপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।