বটিয়াঘাটার সুরখালী তারুণ্যের উৎসব উদযাপিত

খুলনা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ও ৪নং সুরখালী ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা উদযাপিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টায় সুরখালী ইউপি চেয়ারম্যান এস কে জাকির হোসেন লিটুর সভাপতিত্বে ও ইউপি সদস্য আবুল কালাম হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সহকারি শিক্ষা কর্মকর্তা প্রিয়তি ঢালী। অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা সমিতির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস, অধ্যক্ষ শশাঙ্ক মন্ডল,অধ্যক্ষ তোরাব আলী ফিরোজ, গাওঘরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব আলী শেখ,রায়পুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল আহাদ, সুন্দর মহল মাধ্যমিক বিদ্যালয় এর সুপার আব্দুস সাত্তার, সুরখালি মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আইয়ুব আলী গাজি, শুকদাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কৃষ্ণা রায়, সুরখালি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, ইউনিয়ন জামাতের আমির ইয়াসিন আরাফাত, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাংবাদিক তুরান হোসেন রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নোমান, পার্থ, ইউপি সচিব ধীমান মন্ডল, আক্তারুল ইসলাম, ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোহাব্বত আলী খান, ইউপি সদস্য যথাক্রমে প্রসাদ রায়, রুহুল আমিন, হাফিজা বেগম, রুনা বেগম, ইউপি সদস্য সহ গ্ৰামপুলিশ ও তরুণ প্রজন্ম ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমূখ।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *