মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি: ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপ কর্তৃক দিনব্যাপী যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ পালন করা হয়। প্রত্যুষে বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গনে পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সান্ধ্যকালীন মূল অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। মান্যবর ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মো: সোহেল পারভেজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরবর্তীতে অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা প্রদত্ত বাণী সমূহ পাঠ করা হয়। বানীসমূহ যথাক্রমে পাঠ করেন হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা, কল্যাণ সহকারী জনাব আল মামুন পাঠান ও কন্সুলার সহকারী জনাব ময়নাল হোসেন। এরপর মহান বিজয় দিবসের উপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিশিষ্ট প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ যথাক্রমে মালদ্বীপ বি এন পির জনাব খলিলুর রহমান, সি আই পি জনাব সোহেল রানা ও চক্ষু ডাক্তার জনাব মোক্তার আলী লস্কর বক্তব্য প্রদান করেন। তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থান ও শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পরবর্তীতে একটি ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত হাইকমিশনার তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের ও জুলাই আগস্ট গন অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও তাদের রূহের মাগফিরাত কামনা করেন । তিনি স্বাধীনতা যুদ্ধে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা তুলে ধরেন। তিনি মালদ্বীপ প্রবাসী সকল বাংলাদেশীদের স্থানীয় আইন মেনে যথাযথভাবে কাজ করার ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে দেশ গঠনে অংশ নেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, চিকিৎসক, প্রবাসী ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা ইউএস-বাংলা কর্তৃপক্ষ, মালদ্বীপ বি এন পির সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সহ সভাপতি ও ঢাকা ট্রেডাসের কর্নধার মোঃ বাবুল হোসেন সহ সভাপতি ব্যবসায়ী মোঃ হোসেন সুমন,মোঃ ফারুক হোসেন মোঃ শাহ আলম মোঃ এরশাদ মোল্লা মোঃ শরিফুল ইসলাম মোঃ রবিউল আলম মোঃ খলিলুর রহমান মিয়াজি প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সাংগঠনিক সম্পাদক কাজি তৌহিদ উপদেষ্টা মোঃ দুলাল হোসেন ও উপদেষ্টা ও ব্যবসায়ী মোঃ জিয়া খাঁ , যুবনেতা ব্যাবসায়ী মোঃ আরিফুর ইসলাম, ব্যবসায়ী মোঃ হারুন মিয়া সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশী ও হাইকমিশনের সকল কর্মকর্তা কিন্তু উপস্থিত ছিলেন। সবশেষে নীল দরিয়া শিল্পী গোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশত্মবোধক গানে উপস্থিত সকলকে মুগ্ধ করে তোলে এবং নৌশভোজের মাধ্যমে ভারপ্রাপ্ত হাইকমিশনারের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *