গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার সকালে কাটাখালী বদ্ধভূমি স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করা হয়। পুস্পমাল্য অর্পন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আছাদুজ্জামান । এসময় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ,বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক, উপজেলা জামায়াতে ইসলামের উপজেলার সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিনসহ অন্যান্যরা। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও বিভিন্ন সামাজিক পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *