মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় লুটেরচর ইউনিয়ন এর গণ অধিকার পরিষদ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে গণ অধিকার পরিষদ (জিওপি) এর মেঘনা উপজেলা শাখার পেডে মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদ এর আহ্বায়ক মোখলেছুর রহমান ও মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদ এর সদস্য সচিব জি এম আক্তার এর স্বাক্ষরিত পেডে উপজেলা আওতাধীন ০৭নং লুটেরচর ইউনিয়নের- আগামী তিন মাসের জন্য গণ অধিকার পরিষদ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, মো: ডালিম হাউদ। যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, অহিদ ফকির, রিপন হোসেন, আলাউদ্দিন মিয়া। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন, মো: খায়রুদ্দিন মিয়া। যুগ্ম-সদস্য সচিব, নির্বাচিত হয়েছেন, নাজমুল আলী, দিদার ফরাজি, নুরুজ্জামান, সাগর আহমেদ। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন, শ্যামল ফরাজি, শফিকুল ইসলাম, নাজিমুদ্দিন, জামান মিয়া, রতন খান।