মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় মেঘনা টু গুলিস্তান বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা জেলা) অধ্যক্ষ সেলিম ভুইয়া। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিআরটিসি মোড়ে এই বাস উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও তাবারুক বিতরণ শেষে বাসে চড়ে বাস পরিদর্শন করেন সেলিম ভুঁইয়া সহ উপস্থিত নেতারা। এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, “বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে যে সব গোপন চুক্তি করেছে, তা জনগণকে জানাতে হবে। সেই সঙ্গে সব চুক্তি বাতিল করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে গুলিস্তান-মেঘনা সড়ক ৪ লেনে উন্নীত করা হবে।তিনি আরও বলেন, আমরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চাই। এখানে আরও একটি বাস সার্ভিস আছে। প্রত্যেককে নিজের ব্যবসা নিজে করতে হবে, যেন কোনো জনদুর্ভোগ না হয়। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনে বিএনপির অবস্থান নিয়েও বক্তব্য তুলে ধরেন। বিএনপির নেতারা জনগণকে আগামী আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন কমান্ডার, মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, আব্দুল গাফফার, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম সরকার, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আহমেদ, বড়কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজ, মহসিন ভুইয়া, মাশরুল হক সরকারসহ দলীয় নেতাকর্মীরা প্রমুখ।