আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের বাঙালি নদীর ধারে চুকুলী ও বাঙ্গাবাড়ী গ্রামের স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ধ্বংস করা হয়েছে । উক্ত কয়লার কারখানার উৎপন্ন ধোয়ার কারণে বসবাসরত বাসিন্দাদের সর্দি- কাশি- ব্রংকাইটিস সহ নানা রোগ ব্যাধি দেখা দিয়েছে। শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে। গৃহপালিত পশুপাখি মারা যাচ্ছে। এসময় ফায়ার সার্ভিস, সাঘাটা থানার পুলিশ ও ছাত্র সমন্বয়কদের সহযোগিতায় এবং স্থানীয় জনতার উপস্থিতিতে কাঠ পুড়িয়ে কয়লার তৈরির ৪১ টি চুল্লি ধ্বংস করা হয়েছে।এবিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।