সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি: কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে দুঃস্থ অসহায় শীতার্থ জনগণের মাঝে শীতবস্ত্র( কম্বল) বিতরণ করা হয়। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার হালট্রির মোড়ে প্রায় ১ হাজার শীতার্থ মাঝে সদর উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে ও নিজ অর্থায়নে এসব কম্বল বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন। প্রধান বক্তা ছিলেন, যুগ্ম-আহবায়ক মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজি মুনজুর মওলা পলাশ ও পুরানাপৈর ইউনিয়ন সভাপতি শামসুজ্জামানসহ অনেকেই।