মেঘনায় কুরআন অবমাননা করায় নারায়ণ দাস নামে এক যুবক গ্রেপ্তার

মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের জয়নগর গ্রামে ফেসবুকে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে নারায়ণ দাস (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত নারায়ণ দাস ওই গ্রামের নওরেশ দাসের ছেলে। জানা যায়, নারায়ণ দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর একটি পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এসআই সাইমুমের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি এর আগে তার ফেসবুক প্রোফাইল থেকে এই আপত্তিকর পোস্ট শেয়ার করেছিলেন। প্রথমে তার প্রোফাইলে অন্য একটি ছবি ছিল। তবে সম্প্রতি তিনি সেই পোস্টটি পুনরায় শেয়ার করার পর তার প্রোফাইল ছবিতে নিজের ছবি ব্যবহার করতে দেখা যায়। পোস্টটি নতুন করে ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরো বেড়ে যায়।অভিযুক্তের গ্রেপ্তারের পর এলাকাবাসী তার কঠোর শাস্তির দাবি জানায়। স্থানীয়রা বলেন, “এই অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার সাহস না পায়। ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না। আমরা দ্রুত এবং কঠোর বিচারের দাবি জানাই। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সার্কেল স্যার আসছেন, তার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিষয়ে যেকোনো পোস্ট দেওয়ার আগে সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *