মোহনপুরে সড়ক দূর্ঘটনা রোধে জেলা পুলিশের বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলায় সম্প্রতি সড়কে দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়ে গেছে। একারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় সক্রিয় হয়েছে থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ। প্রতিদিন সকাল থেকেই রাজশাহী-নওগাঁ মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করেন মোহনপুর উপজেলার ট্রাফিক পুলিশের সদস্যরা। তবে রোববার (১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে মোহনপুর উপজেলার সইপাড়া ও কেশরহাটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ ট্রাফিক চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা করেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার। এসময় মহাসড়কে চলাচল করা সকল ধরনের যানবাহন চালকদের থামানো হয় ও তাদের যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন তিনি। এছাড়া সইপাড়ায় অবস্থিত রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই পাশে কাশে ও খড় রেখে রাস্তায় যানজট ও সড়ক দূর্ঘটনার কারণ হওয়ায় তা উচ্ছেদ করার জন্য ব্যবসায়ীদের বলেন ও পরবর্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সর্তক করেন। ট্রাফিক চেকপোস্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, মোহনপুর উপজেলা ট্রাফিক জোন ইনচার্জ (টিআই) রবিউল ইসলামসহ ট্রাফিক বিভাগ ও থানার পুলিশ সদস্যরা। এবিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, মোহনপুরের সইপাড়ায় রাস্তা ব্লক করে ব্যবসা করায় যানজট ও সড়ক দূর্ঘটনার সৃষ্টি হচ্ছে। তাই তাদের সর্তক করে সেগুলো সরিয়ে নিতে বলেছি। এছাড়া বিভিন্ন যানবাহনের কাগজ পত্র সঠিক আছে কিনা, তা পরীক্ষা করে দেখেছি। আগামীতেও আমাদের এ অভিযানের কার্যক্রম অব্যাহত থাকবে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *