গাইবান্ধায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কয়েকটি মাদ্রাসা-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারন শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর রবিবার সকাল হতে দিনব্যাপী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজমুল হক, যুগ্ম সম্পাদক কাওছার মাহমুদ ও মোঃ জামিল হোসেন মুরসালিন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,ছাত্রদল নেতা আমির হামজা, আপেল মাহমুদ, খন্দকার রাকিবসহ অন্যান্যরা। এসম উপস্থিত ছিলেন জেলা, উপজেলা এবং স্ব, স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে চাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে। আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার করতে চাই। সেই সাথে শিক্ষার্থীদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা দাবী গুলো শিক্ষার্থীদের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার কাজ করছে ছাত্রদল। এর মাধ্যমে শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। বক্তারা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে জনাব তারেক রহমানের সালাম, শুভেচ্ছা বার্তা ও ৩১দফা বাস্তবায়নে পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। এছাড়াও নেতা কর্মীরা শিক্ষার্থীদের ভাবনাগুলো শোনছেন। এসময় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রস্তুতি সংবলিত লিফলেট বিতরণ করেন। পরে সাধারণ শিক্ষার্থীদের মতামত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষ্যে যথোপযোগী উদ্যোগ গ্রহন করা হয়।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *