ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে (এফডিএস) মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

মোঃ বিল্লাল মোল্লা তিতাস কুমিল্লা: কুমিল্লা তিতাসের স্বনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠান মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজে শনিবার ২৩ শে নভেম্বর দাউদকান্দি তিতাস হোমনা উপজেলার সরকারি আধা সরকারি বেসরকারি স্কুলের মেধাবী শিক্ষার্থীরা মেধা যাচাইয়ের পরিক্ষায় অংশগ্রহণ করে। আবদুস সালাম মোল্লার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মনিরুজ্জামান, অধ্যক্ষ, মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ তিতাস এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছে। পাশাপাশি সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকেন। এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা হয় দাউদকান্দি তিতাসের এক ঝাক তরুণ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দ্বারা। তিতাসের সেরা বিদ্যাপীঠ হিসেবে খ্যাত মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীরা প্রতি বছর এসএসসিতে ভালো রেজাল্ট করে থাকে সুনামের সহিত। বিভিন্ন উপজেলার স্কুল থেকে আগত নয়শত জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার্থীদের মধ্য থেকে চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, সপ্তম শ্রেণী, ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিয়ে ১২০ জন শিক্ষার্থী মেধা তালিকায় উর্ত্তিন হয়। পরিক্ষার সময় প্রতিটা রুম সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হয়েছিল। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন মেধা তালিকার আহ্বায়ক মো. শেখ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বর্ডারগাড বিজিবির সুবেদার ফারুক কামাল, সভাপতি মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজের মো.শামসুদ্দিন সোহেল সরকার, সাধারন সম্পাদক মো. আবুল বাশার সরকার,সাবেক সভাপতি মো.আবদুল হালিম সরকার,মো. মনিরুজ্জামান মনির,পরিচালকবৃন্দ মো.রবিউল হাসান,মো.মুজিবুর রহমান,মো.শরিফ সরকার,মো.সেহরাব হোসেন,মো.শামীম সরকার,মো. আল মাহমুদ সরকার,মো.আলমগীর সুমন,মো.সায়েদ আল রমজান,মো.ইসমাইল হোসেন মামুন,দিদার আলম,মো.শফিকুল ইসলাম,মো. আবুল কাসেম ভূইয়া, সার্বিক আয়োজনে:ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটি (এফডিএস)

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *