যুবককে পিটিয়ে হত্যা, চাঁদা দাবি, থানায় মামলা না নেওয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আশরাফুুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার আব্দুল্লাহ নামের এক যুবককে পিটিয়ে হত্যাসহ তার পরিবারে নিকট চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুদ্ধ জনতা। ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কের ঘেগার বাজার নামক স্থানে এ কর্মসূচির আয়োজন করে ঘেগার বাজার বনিক সমিতি ও এলাকাবাসী। বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনের এসময় বক্তব্য রাখেন ময়নুল ইসলাম, কাহারুল ইসলাম, সজিব সরকার, ইলিয়াস মিয়া, আনোয়ারুল ইসলাম সুইট, আসাদ মন্ডল, মামুন মিয়া, সাইফুল ইসলাম সাফু, হত্যার শিকার আব্দুল্লার বাবা আবুল কালাম আজাদ ওরফে রাজা মাস্টারসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, প্রায় ৫ মাস আগে ফরিদপুর ইউনিয়নের নয়ানপুর গ্রামের আবুল কালাম আজাদ মাস্টারে ছেলে আব্দুল্লাহর কাছে খোদাবকস গ্রামের আশরাফুলসহ একদল দুর্বৃত্ত ২৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা দিতে না পারায় ঘেঘার বাজার নামক স্থানে আব্দুল্লাহকে পিটিয়ে আহত করে দুস্কৃতকারীরা। তাকে চিকিৎসেবার একপর্যায়ে গত ১৪ আগস্ট আব্দুল্লাহ মারা যায়। শুধু তায় নয়, গত ৩ নভেম্বর আবুল কালাম আজাদ রাজার বাড়িতে ফের চাঁদার দাবিতে হামলা করে ওইসব দুর্বৃত্তরা। বক্তারা আরও বলেন, উভয় ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা করতে গেলে এ মামলা গ্রহণ করেনি। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নিহত আব্দুল্লার পরিবার। তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে মামলা নেওয়াসহ দ্রুত বিচার দাবি জানান বক্তারা। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা,বিভাগীয় পুলিশ কমিশনার,জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *