গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার নির্বাচনে সভাপতি আবু ও সম্পাদক এ্যাড. বেলাল

আশরাফুল ইসলাম গাইবান্ধা: উত্তরাবঙ্গের শতবর্ষী ঐতিহ্যবাহি সংগঠন ‘গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর শনিবার দিবাগত রাতে ফল ঘোষণা করেন এর নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার। এর আগে, এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে একটানা ব্যালটে ভোটগ্রহণ হয়। নিবাচনে কার্যকরী সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন শাহজাহান খান আবু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট একেএম হানিফ বেলাল। এ নির্বাচনে শাহজাহান খান আবু ও রাগিব হাসান চৌধুরী হাবুলের প্যানেল থেকে ১৩ জন এবং আব্দুর রাজ্জাক সোনা ও একেএম হানিফ বেলালের প্যানেল থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন। । নির্বাচনে দুইটি প্যানেলের বিপরীতে ভোটার সংখ্যা ছিলেন ১২৩ জন। এর মধ্যে ১১৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রমানন্দ রায়। নির্বাচনে ৬৩ ভোট পেয়ে কার্যকরী সভাপতি নির্বাচিত হন শাহজাহান খান আবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক সোনা পান ৪৯ ভোট, অন্যদিকে ৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট একেএম হানিফ বেলাল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাগিব হাসান চৌধুরী হাবুল পান ৫৪ ভোট। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক রেজাউর রহমান, নাট্য সম্পাদক জান্নাতুল ফেরদৌস জাহিদ, সহ-নাট্য সম্পাদক গনেশ প্রসাদ সাধন, সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার সাহা, সহ-সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, সাহিত্য ও পাঠাগার সম্পাদক গৌতম আশীষ গুহ সরকার, সহ-সাহিত্য ও পাঠাগার সম্পাদক রোজিনা নাহিদ শিমুল, কোষাধ্যক্ষ অসীম কর্মকার টিটু, সংরক্ষিত মহিলা সদস্য মাধবী সরকার নির্বাচিত হয়েছেন। এতে কার্যকারী সদস্য পদে আমিনুল ইসলাম খোকন , নজরুল ইসলাম রাঙ্গা , তারিকুল ইসলাম ,আফরোজা বেগম লুপু , খন্দকার শামীম আহমেদ , হিল্লোল সরকার ,বিপুল কুমার দাস , মেজবাউল হক মিঠু , এ. এস এম নাহিদ হাসান চৌধুরী রিয়াদ , সাজু সরকার ও রউফুল হাসান চৌধুরী রুপম নির্বাচিত হয়েছেন।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *