ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থায় র্দুভোগে পলাশবাড়ীর কালীবাড়ী বাজারের ক্রেতা বিক্রেতা

আশরাফুল ইসলাম গাইবান্ধা: ড্রেনেজ ব্যবস্থরে বেহাল অবস্থায় রয়েছে র্দুগন্ধে গাইাবান্ধার পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ী বাজারে ক্রেতা সাধারণ ও বাজারের ব্যবসায়ীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছে। বাজারের ভিতরের ছোট ছোট ড্রেনের পানি উপচে উঠে গোটা বাজারে পায়ে পায়ে ছড়িয়ে পড়েছে। এতে ব্যাপক র্দুগন্ধ ছড়িয়ে পড়েছে গোটা বাজার জুড়ে। এছাড়াও হাট মসজিদে মুসল্লিদের চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। ড্রেন গুলো নিয়মিত পরিস্কার ও সংস্কার না করায় প্রতিনিয়ত এমন র্দুভোগ পোহাতে হচ্ছে বলে দাবী করেন কালীবাড়ী বাজারের ক্রেতা সাধারণ ও ব্যবসায়িগণ। ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় কালীবাড়ী বাজারের মন্দিরের সামনে কাচা মাল গলি,কাপড় গলি,মসিজদ গলিতে ড্রেনের পানিতে ছড়িয়ে পড়েছে। র্দুগন্ধে ক্রেতাসাধারণ ও ব্যবসায়িদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বাজারে আসা ক্রেতাসাধারণ একাধিক নারী ও পুরুষ দাবী করেন,বাজারের প্রবেশের রাস্তা গুলোর বেশীর ভাগ ফল ও বিভিন্ন দোকানীর দখলে রয়েছে। গলি গুলোতে ড্রেনের পানি গোটা বাজার ছড়িয়ে পড়েছে। বাজারের এসব ড্রেন গুলোর উপরে অনেকেই দোকান দিয়ে বসেছেন একারণে নিয়মিত পরিস্কার ও সংস্কার করা হয় না। গত ৫ আগস্টের পর বহু নতুন দোকান নির্মাণ করা হয়েছে কালীবাড়ী হাট বাজারের নির্মাণ নকশা বিলিন করেছেন দখলদার দোকানীরা। একারণে ক্রয়কৃত মালামাল সহ চলাচল অনেক কষ্ট হয় বাজারের সকল মানুষের। তারা দ্রুত সময়ে বাজারের ড্রেন গুলো সংস্কার ও পরিস্কার করার দাবী জানান। অপরদিকে বাজারের ছোট বড় ব্যবসায়িরা দাবী করেন হাটের ইজারাদার গং টাকার বিনিময়ে যেখানে সেখানে দোকান বসিয়ে দিয়েছেন। সেকারণে ড্রেনের উপর ও ফুটপাত চলাচলের রাস্তার উপরে দোকান দিয়ে বসেছেন অনেকেই।ড্রেন গুলো পরিস্কার করতে না পারার কারণে এমন র্দুভোগ প্রতিনিয়ত পোহাতে হচ্ছে। শুধু তাই নয় বাজারের পাবলিক টয়লেট গুলো মুখ বন্ধ করে বসানো হয়েছে দোকান । তারা ঐতিহ্যবাহী কালীবাড়ী বাজারের এ জনর্দুভোগ রোধে জেলা, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন । এবিষয়ে পলাশবাড়ী সহকারি কমিশনার ও পৌর প্রশাসক মোঃ আল ইয়াসা রহমান তাপাদার জানান, দ্রুত সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *