পলাশবাড়ীতে বসতবাড়ীর চলাচলের রাস্তা বন্ধ করায় দীর্ঘদিন হলো ভোগান্তিতে কয়েকটি পরিবার

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত- মকবুল হোসেনের ছেলে আঃ মজিদ এর বিরুদ্ধে বেশ কয়েকটি পরিবারের বসতবাড়ীর চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছেন। দীর্ঘদিন হলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন অভিযুক্ত আঃ মজিদ গং এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়েছে ভুক্তভোগী পরিবার গুলো। টাকার বিনিময়ে বিগত সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে রাস্তাটি অন্যায় ভাবে বন্ধ করা হয়। সরেজমিনে গিয়ে জানা যায় একই গ্রামের মৃত-দবির উদ্দীনের ছেলে আবু সাঈদ গংদের সাথে আঃ মজিদের দীর্ঘ দিন ধরে বসতবাড়ীর চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশ দরবার করার পরেও কোন সুরাহা না হওয়ায় দীর্ঘদিন হলো পরিবার গুলো মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগী আবু সাঈদ ও অন্য পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ষাট বছরের আমাদের বাড়ীর একমাত্র চলাচলের রাস্তা বন্ধ হওয়ায় আমাদের রিক্সা- ভ্যান পাশের অন্য এক বাড়ীতে রেখে আসি। আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, আবার আমাদের কেউ অসুস্থ হলে হাসপাতালেও নিয়ে যেতে পারি না। আমরা আর কোন উপায় না পেয়ে প্রশাসনের দারস্ত হয়েছি। পরিবারগুলো খুবই সমস্যার মধ্যে আছে। তিনি আরও জানান,টাকার বিনিময়ে বিগত সরকারের আমলে আওয়ামীলীগের ক্ষমতার দাপট দেখিয়ে পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বক্কর , সভাপতি সামিকুল ইসলাম লিপন, যুবলীগ নেতা ও কাউন্সিলর শেখ ফরিদসহ এসে তারা এই রাস্তা বন্ধ করে দেয়। এ ব্যাপারে অভিযুক্ত আঃ মজিদের সাথে কথা বললে তিনি জানান এটা কোন ম্যাপের রাস্তা নয়, এমনিতেই ওনারা চলাচল করেছেন, যায়গাটি আমাদের প্রয়োজন হওয়ায় আমরা যায়গাটি বন্ধ করে দিয়েছি। তবে ক্ষমতার দাপট দেখিয়ে রাস্তা দখল করার বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত আঃ মজিদ। এঘটনায় পলাশবাড়ী উপজেলা প্রশাসনের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারটি। এ অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত করে পূর্নরায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে তদন্ত রির্পোট প্রদান করেছেন বলে নিশ্চিত করেছেন হোসেনপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার মোঃ আল ইয়াসা রহমান তপাদার জানান, ইতিমধ্যে আমরা তদন্ত রিপোর্ট পেয়েছি। তিনি আরো বলেন,ইউএনও স্যার ছুটিতে আছেন তিনি আসলে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *