গাইবান্ধায় জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী

আশরাফুল ইসলাম গাইবান্ধা: জুলাই আন্দোলনের সময় গাইবান্ধায় সংঘটিত আন্দোলনের বিভিন্ন ঘটনাসমূহের আলোকচিত্রে গাইবান্ধার জুলাই আন্দোলন শীর্ষক দিনব্যাপী এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের ১নং রেলগেট এলাকায় দিনব্যাপী এ প্রদর্শনীর অনুষ্ঠিত হয়। দীপান্তর ২৪ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহানাজ আমিন মুন্নী। জয়নুল ইসলামের সঞ্চালনায় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্কৃতি কর্মী শাহানাজ আমিন মুন্নী, শিক্ষক রুকুনুজ্জামান ফারুক, এ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, কাজল রেখা পিংকি, ইউনুস সরকার রনি, রিয়াদ হাসান অন্যান্যরা। এ প্রদর্শনীতে জুলাই আন্দোলনের সময় গাইবান্ধায় সংঘটিত আন্দোলনের বিভিন্ন ঘটনাসমূহের চিত্র দেখানো হয়েছে। আলোকচিত্রে ফুটে উঠেছে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার চিত্রও। দীপান্তর ২৪ সংগঠনের সভাপতি এস এম মনিরুজ্জামান সবুজ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানের আকাঙক্ষা পূরণের লক্ষ্যে আমরা দীপান্তর ২৪ সংগঠনের যাত্রা শুরু করি। এরই ধারবাহিকতায় আজকের এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। আমরা সকল বয়সের মানুষের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *