আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে ষ্টেশনে ৫ কেজি গাঁজাসহ আল-আমীন (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। জানা যায়, ৪ নভেম্বর সোমবার সকাল ৮টার দিকে শান্তাহারগামী ছেড়ে যাওয়া ট্রেনটি বামনডাঙ্গা রেলওয়ে ষ্টেশনে পৌঁছেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আল-আমীন নামের এক যুবককে ৫ কেজি গাঁজাসহ গাইবান্ধা রেলওয়ে ষ্টেশনের (জিআরপি) থানার এসআই আব্দুল মতিন (নিরস্ত্র) ও বোনারপাড়া রেলওয়ে থানার এসআইসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আল-আমীন (২৫) নামের এক মাদক কারবারিকে ৫ কেজি গাঁজাসহ আটক করে। আটককৃত মাদক কারবারি আল-আমীন (২৫) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ১ নং শিবরামপুর ইউনিয়নের ভের- মুরালীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। গাইবান্ধা রেলওয়ে ষ্টেশন (জিআরপি) থানার এসআই আব্দুল মতিন সাংবাদিকদের বলেন,মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে। সেই সাথে জেলায় মাদক নির্মূলে জিআরপি পুলিশের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদক নিমূলে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।