পলাশবাড়ীতে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় আগুনে পোড়া ও ঝড়ে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসকের ঐচ্ছিক তহবিল হতে উপজেলার ৪ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব সহায়তার চেক তুলে দেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান । ৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় থেকে এসব চেক বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান নাহিদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *