আন্দোলনে নিহত রিফাতের মরদেহ উত্তোলন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ছাত্র-জনতার আন্দোলনে নিহত রিফাতের (১৪) মরদেহ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়নের সুখীপুর নিজ গ্রামের কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট রেদোয়ান আহমদ এবং পুলিশের একটি দল। এর আগে গত বৃহস্পতিবার কুমিল্লা আদালতের বিজ্ঞ ম্যাজেস্ট্রেট নিহত রিফাতের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের প্রতিবেদন আদালতে প্রদানের নির্দেশ দেন। নিহত রিফাত হোসেন উপজেলার বারপাড়া ইউনিয়নের সখীপুর গ্রামের মৃত হানিফ মিয়া ছেলে। সে সুন্দুলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক শতাধিক শিক্ষার্থীর সঙ্গে আন্দোলনে যোগ দেয় রিফাত। এসময় তারা উপজেলার শহীনগর বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করলে পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া পালটা ধাওয়া হয়। এক পর্যায়ে গুলিবর্ষণ করেন পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয় রিফাত। তাকে প্রথমে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরদিন ময়নাতদন্ত ছাড়াই নিজ বাড়িতে তার লাশ দাফন করা হয়।
Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *