বরগুনাতে বিশাল আকৃতির অজগর উদ্ধার করে বনে অবমুক্ত

মল্লিক জামাল,স্টাফ রিপোর্টার: বরগুনার তালতলী উপজেলার কবিরাজ পাড়া গ্রাম থেকে একটি সাড়ে ৭ ফিট দৈর্ঘ্যের অজগর সাপ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (২৩ অক্টোবর) সকাল দশটায় তালতলী উপজেলার কবিরাজ পাড়া গ্রামের বাসিন্দা বশিরের বাড়িতে ইলিশ মাছ ধরার জালে প্যাচানো অবস্থায় অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা। সোনাকাটা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসা: নুরজাহান বেগম বলেন, বশিরের বাড়ির লোকজন সকাল বেলা ইলিশের জালে প্যাঁচানো আজগর সাপটি দেখেন। তাদের দেখে অজগরটি ফোস ফোস করে শব্দ করলে তারা ভয় পেয়ে দৌড় দিয়ে বাড়ির মধ্যে যান। পরে আমাদের খবর দিলে ৭নং সোনাকাটা ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মো: সোহাগ খান, ও মো: মাসুদ রানার নেতৃত্বে আমরা বন বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে বড়বগী নিশানবাড়িয়া বিট কর্মকর্তা মোঃ হায়দার হোসেন বলেন, স্থানীয়দের খবর পেয়ে সাপ ধরার টিমসহ ঘটনাস্থলে গেলে অজগরটিকে জালে প্যাঁচানো অবস্থায় দেখতে পাই। বশিরের বাড়ি থেকে সাড়ে সাত ফিট দৈর্ঘ্যের অজগরটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *