তালতলীতে সংখ্যা লঘু পরিবারের ওপর আওয়ামী লীগের প্রভাবশালী হামলার অভিযোগ

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার: বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব গাববাড়িয়া এলাকায় সংখ্যা লঘু পরিবারের ওপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে পঁচাকোড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনূস তালুকদারের বিরুদ্ধে। মারধরের পরে সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়দেরকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের ওই প্রভাবশালী নেতা। এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, ১৯ অক্টোবর (শনিবার) দুপুর ১২ টার দিকে সংখ্যা লঘু খোকন সিকদারের ভোগদখলীয় জমিতে গাছ কাটতে যায় স্থানীয় জয়নাল তালুকদার সহ বেশ কয়েকজন। সংবাদ পেয়ে জমি মালিক সেখানে বাঁধা প্রদান করলে তারা সটকে পড়ে। পরক্ষণে ওই দিন বিকেলে খোকন সিকদারের ছেলে জয় সিকদারকে পূর্বপরিকল্পিত ভাবে মারধর করে। জয় সিকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। আহত জয় সিকদারের (১৮) বাবা খোকন সিকদার (৫০) বলেন, ২০-২৫ জন সন্ত্রাসী আমার ছেলেকে মারধর করে। এরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের হুমকি দিয়েছে। আমাদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের ওয়ার্ড সম্পাদক ইউনুস তালুকদার ও জয়নাল তালুকদার। এদিকে আওয়ামীলীগ নেতা ইউনুস তালুকদারকে একাধিক ফোন করে কিংবা খুদে বার্তা পাঠিয়েও তার সারা মেলেনি। তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কালাম খান বলেন, এঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *