মেঘনায় পূর্ব শত্রুতার জেরে মিথ্যা মামলা ও মামলার বিরুদ্ধে ভুক্তভোগীদের প্রতিবাদ।

মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে মিথ্যা ও হয়ারানী মূলক মামলার অভিযোগ উঠে এদিকে মামলার বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে প্রতিবাদ জানান ভুক্তভোগীরা। জানা যায় ভুক্তভোগীর চালের উপরে থাকা আম গাছের ডাল কাটা নিয়ে এই মামলার সূচনা হয়, মামলার বাদী রাবেয়া আক্তার অভিযোগে উল্লেখ করেন (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার নিজ বাড়িতে আসলে আসামিরা তাকে মারধর করে, বাড়ি থেকে বের করে দেন এবং আহত অবস্থায় তিনি চিকিৎসা নেন। পরে কুমিল্লা আদালতে নিজ ভাশুর সহ পাঁচজনকে আসামি করে মামলা করা হয়। সরে জমিনে গিয়ে মামলায় উল্লেখিত সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী জানা যায় মামলাটি মিথ্যা ও বানোয়াট। সাক্ষীসহ এলাকাবাসী জানান এই ডাল কাটা কে কেন্দ্র করে পর্ব শত্রুতার জের মেটাতে এ মামলা করেন রাবেয়া আক্তার। মামলার ভুক্তভোগী আবুল কাশেম ইতালি বলেন বাদী আমার ছোট ভাইয়ের বউ দীর্ঘদিন যাবত আমাদের জাগা সম্পদ নিয়ে আমাদের মধ্যে বনিবনা নেই দুলালের বাড়ির চালের উপর গাছের ডাল দুলাল কাটছে এখানে আমি মামলার আসামি হলাম কেন এত স্পষ্ট পূর্ব শত্রু তার জেরে আমাকে হয়রানি করার জন্য এই মিথ্যা ও বানোয়াট মামলা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মামলার এক নং আসামি দুলাল মিয়া বলেন আমি অনেকদিন যাবৎ তাদের বলে আসতেছি আমি গরিব মানুষ আমার চালটা নষ্ট হয়ে যাচ্ছে গাছের ডালের কারণে, তারা কোন কর্ণপাত করেনি, পরে আমি এলাকার লোকজনদের দেখিয়ে একটা ডাল কেটেছি যেটা আমার চালের উপর ছিল, এটা নিয়ে এত মামলা-মোকদ্দমা হবে আমি বুঝতে পারিনি। প্রতিবাদ সভায় ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আব্দুর রশিদ ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *