জয়পুরহাটে সার্ভে ডিপ্লোমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি অবস্থান কর্মসূচী 

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি: সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন কাঠামো ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে জয়পুরহাটে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। বুধবার (২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন দিনের অবস্থান কর্মসূচির ২য় দিনের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা। এসময় বক্তব্য দেন জেলা বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, সদস্য সচিব তন্ময় কুন্ডু, সদস্য আনোয়ারা পারভীনসহ অন্যরা। এসময় বক্তারা বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমাধারীরা বিভিন্ন দপ্তরে ১০ম গ্রেডের পদ মর্যাদায় কর্মরত কিন্ত সার্ভেয়িং ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেডের পদ মর্যাদা থেকে বঞ্চিত। আগামী ৩ অক্টোবরের মধ্যে তাদের ন্যায় সংগত অধিকার ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে আগামী ৬ অক্টোবর হতে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করবেন তারা।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *