দাঁতরাঙা একটি ফুলের নাম

অ আ আবীর আকাশ: অঞ্চলভেদে এই ফুলের নাম কাঞ্চন ফুল। এ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় একে খুঁজতে গিয়ে পেলাম এর নাম দাঁত রাঙা। দাঁতরাঙা এক ধরনের গুল্মজাতীয় গাছ যা বাংলাদেশে আগাছা হিসেবে পরিচিত। এটি প্রধাণত পাহাড়ি বা উচুঁ এলাকায় বেশি দেখা গেলেও সারা দেশেই জন্মাতে দেখা যায়। দাঁতরাঙা ফুলটি গন্ধহীন। প্রায় সারা বছরই ফুল ফোটলেও প্রধানত গ্রীষ্ম-বর্ষায় গাছে প্রচুর ফুল ফোটে। ডালের আগায় অল্প কয়েকটি ফুলের গুচ্ছ থাকে। বলা হয় এই গাছে ছোট আকৃতির যে ফল জন্মে তা খেলে দাঁত বেগুনি হয়ে যায় বলে এর নামকরণ করা হয়েছে “দাঁতরাঙা”। এর পাতা দেখতে তেজপাতার ন্যায় হওয়ায় একে ‘বন তেজপাতাও’ বলে হয়। দাঁতরাঙা ফুলের বিচি, এই বিচি খেলেই দাঁত রাঙা বা রঙিন হয় বলে এই ফুলর নাম করণ হয়েছে দাঁতরাঙা। কথিত আছে বাংলার নবাব সিরাজউদ্দৌলার খুব প্রিয় ছিলো এই ফুল। তাই তিনি এর নাম দেন বেগম বাহার। আরো কথিত আছে যে এলাকায় এই দাঁতরাঙা ফুল জন্মে সেখানে নাকি ভালো চা বাগান করা সম্ভব। এটির ঔষধি গুণ আছে। বমি এবং জোঁক এর কামড় থেকে রক্ত বন্ধ করতে এর ব্যবহার হয়। এটি কৌষ্ঠ্যকাঠিন্য রোগে ব্যবহৃত হয়। তাছাড়া এর পাতার রস আমাশয়, পেটব্যথা, বাত ও বাতজ্বর দূর করতে পারে। অন্যান্য ও আঞ্চলিক নাম : লুটকি, ফুটকি, ফুটুকী, ফুটকলা, ফুটুল, বন তেজপাতা, বেগম বাহার। বিদেশী নাম : Malabar Melastome, Indian rhododendron, Singapore rhododendron, Planter’s rhododendron, Senduduk. বৈজ্ঞানিক নাম : Melastoma malabathricum
অ আ আবীর আকাশ
কবি প্রাবন্ধিক কলামিস্ট ও সাংবাদিক

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *