এমএ কাশেম ভূঁইয়া-হোমনা: কুমিল্লার তিতাসে পরিত্যাক্ত মৎস্য প্রকল্প থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে। সে তিতাসের জিয়ারকান্দি গ্রামের (পুর্বপাড়া) আব্দুল্লাহ খানের ছেলে তানভীর খান (১৯)। থানা পুলিশ সূত্রে জানা যায়, জিয়ারকান্দি মাছের প্রকল্প থেকে অজ্ঞাত পরিচয়ের একটি যুবকের গলিত দেহ উদ্ধারের পর ময়না তদন্তে প্রেরণের জন্য লাশ থানায় নিয়ে যায়। লাশের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে নিহতের পিতা মো.আব্দুল্লাহ খান ও মা সালমা আক্তার’সহ স্বজনরা থানায় গিয়ে মৃত ব্যক্তির পরিহিত জিন্সের প্যান্ট, বেল্ট ও জিন্সের প্যান্টের সামনের ডান পকেটে থাকা ঘড়ি দেখে সনাক্ত করেন, যে মৃত দেহটি তাদের ছেলে মো. তানভীর খানের। তানভীরের মা সালমা আক্তার সাংবাদিকদের জানান, তার ছেলে গত ৫মাস ২০ দিন কারাবরন করে বের হয় গত মঙ্গলবার। এরপরে সে বৃহস্পতিবার পর্যন্ত তার এক চাচার বাড়ীতে আশ্রয় নেয়। গত বৃহস্পতিবার তানভীরের সাথে দেখা করতে গেলে তার চাচা জানায় ইমন নামের এক ছেলে গৌরীপুর বাজারে কাঠপট্টিতে নিয়ে তাকে মারধর করে এবং তার কাছে টাকা (চাঁদা) করে। পরে শনিবার তার সাথে আবার দেখা করতে গেলে জানতে পারি নয়াগাঁও গ্রামের পান্ডু ওরফে রবিনের সাথে ৩দিন যাবত থাকে। এরপরই বুধবার শুনতে পাই জিয়ারকান্দি একটা লাশ পাওয়া গেছে। দেহের গঠন পুরোই আমার ছেলের মত। পা এবং কোমরসহ পায়ের গোড়ালি দেখে বুঝেছি এটা আমার ছেলেই। আমার ছেলেকে যারা হত্যা করেছে, তিনি তাদের সঠিক বিচার দাবি করেন। এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, বুধবার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত মৃত তানভীরের পরিবার আমাদের কাছে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।