মেঘনায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় শারদীয় দুর্গা উৎসব ২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মেঘনা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস এর সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় উপজেলার ৮টি ইউনিয়নে ৯ টি পূজা মন্ডপে নির্বিঘ্নে শারদীয় দুর্গা উৎসব পালনের সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ৷ আগামী ৯ অক্টোবর থেকে মেঘনায় যে মণ্ডপ গুলাতে উৎসব শুরু হবে। ০১. শংকর দাস এর সভাপতিত্বে মানিকারচর শিকিরিগাঁও। ০২. দিলিপ চন্দ্র দাস এর সভাপতিত্বে মানিকারচর মাতাবেরকান্দি। ০৩. হরিপদ দাস এর সভাপতিত্বে মানিকারচর মাতাবেরকান্দি (মধ্যপাড়া)। 08. গোবিন্দ দেবনাথ এর সভাপতিত্বে বড়কান্দা, বড়কান্দা। ০৫. হরে কৃষ্ণ চন্দ্র দাস এর সভাপতিত্বে বড়কান্দা, বড়কান্দা। ০৬. শ্রী লক্ষণ চন্দ্র দাস এর সভাপতিত্বে বড়কান্দা, দূর্গাপুর। ০৭. নিখিল সাহা এর সভাপতিত্বে গোবিন্দপুর, দড়িকান্দি। ০৮. শ্রী সেবা চন্দ্র দাস এর সভাপতিত্বে চন্দনপুর, তুলাতলী। ০৯. শ্রী মন্টু চন্দ্র দাস এর সভাপতিত্বে ভাওরখোলা, ভাওরখোলা। এসময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (মেঘনা-হোমনা-বাঞ্ছারামপুর) তিন উপজেলার দায়িত্ব প্রাপ্ত ক্যাপ্টেন ফুয়াদ, মেঘনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা। উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আব্বাস উদ্দিন, পূজা উদযাপন কমিটির মেঘনা উপজেলা শাখার সভাপতি শংকর দাশ, মেঘনা উপজেলা আট ইউনিয়ন চেয়ারম্যান, মজিবুর রহমান মুজিব, মাঈন উদ্দিন মুন্সী (তপন), ফারুক হোসেন রিপন, মোঃ এবাদত উল্লাহ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোজাম্মেল হক হাউদ, মোঃ জাকির হোসেন, হুমায়ুন কবিরসহ প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদার ও উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ, সনাতন ধর্মালাম্বি ও উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃ বৃন্দ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, মেঘনা উপজেলা ছাত্র সমাজ ও মেঘনা উপজেলা সকল পূজামণ্ডপ কমিটির সদস্যগন, মসজিদের ইমাম সাহেবগণ। উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস সভায় আইনশৃঙ্খলা বাহিনির পাশাপাশি স্বেচ্ছা সেবক, সিসি ক্যামেরা স্থানীয় নেতৃবিন্দকে নিয়ে পুজার দেখাভাল কমিটি গঠন করেন।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *