কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন এক মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১২ টার দিকে পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুলিশ সুপার বলেন, কিশোর কিংবা যুবক, কোন গ্যাং কুষ্টিয়ায় থাকবে না। মাদক নিয়ন্ত্রণে থাকবে। তিনি আরও বলেন, আমার সাথে ছবি পোস্ট করে কেউ অনৈতিক সুবিধা নিতে পারবে না। চরমপন্থী-সন্ত্রাসী ও প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক অপরাধ কমানো হবে। তিনি আরও উল্লেখ করেন, অতীতে এই জেলায় কর্মরত থাকায় আমার উপরে মানুষের প্রত্যাশা বেশী। এই প্রত্যাশা পূরণে সব সময় সচেষ্ট থাকবো। এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার তাশরিক সঞ্চয়, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আনিস মন্ডল, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল, কুষ্টিয়া প্রেসক্লাবের তথ্য গবেষণা সম্পাদক হাফিজুর রহমান জীবন, ধর্মীয় সম্পাদক সাইফুদ্দিন আল আজাদ, নির্বাহী সদস্য মিলন খন্দকার, কে এম শাহিন রেজা, ফয়সাল চৌধুরী, সোহাগ আহমেদ ও রাসেলসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *