মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন টানা তিন বারের বিজয়ী মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন। বৃহস্পতিবার (৪জুলাই) ১২টায় মেঘনা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম (তাজ)’র সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার রেনু দাসের সঞ্চালনায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত সভা ও প্যানেল চেয়ারম্যান নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়। উল্লেখ্য মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ মোট ১১জন ভোটার রয়েছেন। এর মধ্যে প্রস্তাব ও সমর্থন পদ্ধতিতে ১০টি ভোট পেয়ে মেঘনা উপজেলা পরিষদের ৫ বছর মেয়াদি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টানা তিনবারের মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন। এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম, ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মানিকারচর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, চন্দনপুর ইউনিয়ন চেয়ারম্যান এবাদত উল্যাহ, চালিভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, বড়কান্দা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপন, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মাইন উদ্দিন মুন্সী তপন, লুটেরচর ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক, ভাওরখোলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।