কুমারখালীতে ৫ লক্ষ টাকাসহ এক শিক্ষার্থীর নিখোঁজের রহস্য উন্মোচন

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া গ্রামের নাজমুস সাকিব নামের এক শিক্ষার্থীর ৫ লক্ষ টাকাসহ নিখোঁজের রহস্য উন্মোচিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সাকিবের পিতা জানিয়েছেন তার ছেলে একই এলাকার ইসলামের মেয়ে সাদিয়াকে নিয়ে আত্নগোপন করে আছে বলে সংবাদ পেয়েছেন তিনি। নাজমুস সাকিব একই এলাকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে ও কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের শিক্ষার্থী। আব্দুর রাজ্জাক জানান, তার ছেলে সাকিব ফেসবুক ম্যাসেন্জারের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে জানিয়েছে সে একই এলাকার ইসলামের মেয়েকে নিয়ে কোথাও রয়েছে। তিনি সেই এলাকার নাম জানতে চাইলে দু’পরিবার তাদের বিয়ে মেনে নিলে তারা এলাকায় ফিরে আসবে বলে শর্ত দেয়, কিন্তু কোথায় আছে কোনভাবেই প্রকাশ করেনি। ৫ লক্ষ টাকা কোথায়, এমন প্রশ্ন করলে সাকিব জানিয়েছে- টাকা নষ্ট হয়নি নিরাপদে আছে। তিনি বিষয়টি কুমারখালী থানা ও কুষ্টিয়া ডিবিকে জানিয়েছেন বলে জানান। সাদিয়ার বাবা ইসলাম জানান, দু’মাস আগে সাকিব কোর্টের মাধ্যমে সাদিয়াকে বিয়ে করে। বিয়ের ১৯ দিন পর সাকিবের পরিবার সাদিয়াকে কোর্টে নিয়ে ডিভোর্স দেবার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু সাদিয়া কোনভাবেই সাকিবকে ডিভোর্স দিতে রাজি হননি। পরবর্তীতে তিনি সংবাদ পেয়ে কুষ্টিয়া কোর্টে গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। গত ২৭ জুন সাদিয়া কুষ্টিয়া বোনের বাড়িতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়, এছাড়াও ১১ টার পর থেকে সাদিয়ার ফোন বন্ধ দেখায়। তারপর থেকে সাদিয়াকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরবর্তিতে খোঁজ নিয়ে জানতে পারেন সাকিব টাকা নিয়ে বাড়ি থেকে বের হবার পর তারও কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। সাকিব ও সাদিয়া একসাথে আত্নগোপন করে আছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, ছেলে ও মেয়ে প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে কোথাও আত্নগোপন করে আছে। তাদের দু’জনের ইতিপূর্বে বিয়ে হয়েছে এমন তথ্য পাওয়া গেছে। তাদেরকে উদ্ধারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *