মেঘনার এক অসহায় শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিলেন তাজুল ইসলাম (তাজ)

মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনার এক অসহায় মেধাবী শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম (তাজ)। জানা যায় উপজেলার জয়নগর গ্রামের হরিদাসের ছেলে, সরকারি দৌলত হোসেন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সজিব। সে ক্লাসের মধ্যে মেধাবীদের একজন, তার রোল নং ৪। সজিব তিন মাস পূর্বে টাকার অভাবে পড়াশোনা বাদ দিয়ে জীবিকার তাগিদে খুঁজে নেয় একটি ছোটখাটো কাজ। এমন সংবাদ পেয়ে তাজুল ইসলাম (তাজ) সজিবের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেন এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল লেখাপড়ার খরচ চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম (তাজ) বলেন, মেঘনা উপজেলায় কোন মেধাবী ছাত্র টাকার অভাবে এভাবে পড়াশোনা ছেড়ে দিবে এটা হতে পারে না, এমন আরও কেউ যদি থাকে আমাকে জানাবেন আমি দেখবো। পরিশেষে আমি আমার উপজেলার যারা বৃত্তবান বা প্রভাবশালী আছেন আপনাদের প্রতি অনুরোধ নিজ নিজ এলাকার গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাড়ান।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *