সোনাগাজী প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠিত

মোঃ আবু মুসা সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান সোমবার (১ জুলাই ২০২৪ইং) বিকেলে পৌর শহরের হার্বি কাবাব চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের বিদায়ী সভাপতি আফতাব মমিন (দৈনিক আমার সংবাদ, ভোরের চেতনা) সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন (দৈনিক বাংলাদেশ সমাচার, খবরপত্র) এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি (দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার) একেএম আবদুর রহিম, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক (দৈনিক দিনকাল) মোরশেদ আলম প্রিন্স, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখার সভাপতি (দেশ বার্তা ম্যাগাজিন সম্পাদক) নাছির উদ্দিন খোকন। এতে প্রধান বক্তা ছিলেন – প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির আহমেদ (দৈনিক ভোরের কাগজ), বক্তব্য রাখেন- সাবেক সভাপতি গাজী মোহাম্মদ হানিফ (দৈনিক স্বদেশ প্রতিদিন, দৈনিক অগ্রসর) জহিরুল হক খাঁন সজীব (দৈনিক নব চেতনা) নব নির্বাচিত সভাপতি মেহরাব হোসেন মেহেদী (ডেইলি ইন্ড্রাস্টি, জিএস নিউজ) সাধারণ সম্পাদক ইলিয়াস সুমন (দৈনিক বঙ্গ সংবাদ) সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাহ শহীদ (সমসাময়িক প্রতিদিন) আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন – সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রিপন (দৈনিক আজকের পত্রিকা, নয়া পয়গাম) মোতাহার হোসেন ইমরান (দৈনিক কালবেলা) হাবিবুল ইসলাম রিয়াদ (বাংলাদেশ বুলেটিন) এস এন আবছার (দৈনিক স্টার লাইন) সাবেক সেক্রেটারি ওমর ফারুক (দৈনিক আমার সংবাদ) আবদুর রহিম (দৈনিক যুগান্তর) বাহার উল্লাহ বাহার (দৈনিক আমাদের নতুন সময়)মোঃ আবু মুসা তুহিন (দৈনিক নাগরিক ভাবনা) মোল্লা ইলিয়াস (দৈনিক ফেনীর সময়) নুরুল আলম মহব্বত (নতুন আলো প্রতিদিন) আবদুর রহিম রুবেল (ফেনীর স্বাস্থ্য কথা) ডাঃ শুকলাল দেবনাথ (ফেনীর আলো) সারোয়ার হোসেন (সাপ্তাহিক মুক্ত বাংলা) প্রমূখ। অভিষেক অনুষ্ঠানে পুরাতন (২০২৩-২৪ সালের) কমিটির নেতৃবৃন্দকে বিদায়ী সংবর্ধনা দেন ও নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করে নেন। এসময় নতুন কমিটির সভাপতি মেহরাব হোসেন মেহেদী দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তার বক্তব্যে ক্লাবের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করে দায়িত্বশীল সাংবাদিকতা ও পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধতার উপর গুরুত্বারোপ করেন।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *