মেঘনায় অটো গাড়ি চুরির উপদ্রব চার চোর গ্রেপ্তার

মো.শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় অটো গাড়ি চুরির উপদ্রব বেড়ে গেছে, বিশেষ অভিযানে চার চোরকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। সোমবার (১ জুলাই) রাত আড়াই ঘটিকায় এসআই নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে বিশেষ অভিযান পরিচালনা করে মেঘনা থানাধীন ব্রাহ্মণচর এলাকা থেকে এই চার চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন ব্রাক্ষনচর নয়াগাও গ্রামের মৃত আক্তার হোসেন এর ছেলে খোকন (২৫), তারা মিয়ার ছেলে রুবেল(৩০), আবুল হোসেন এর ছেলে রুবেল (২২), আলী আজ্জম এর ছেলে ফয়েজ রাব্বি প্র পাপ্পু(২০)। জানা যায় গত ২৫ জুন মঙ্গলবার ব্রাহ্মনচর নয়াগাঁও গ্রামের দ্বীন ইসলাম এর গ্যারেজ থেকে অজ্ঞাত চোরেরা একটি অটো রিক্সা চুরি করে ২৬ জুন দ্বীন ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে এজাহার দায়ের করেন। এরই ধারাবাহিকতায় মেঘনা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। দ্বীন ইসলাম বলেন আমি স্থানীয় এলাকায় অটো রিক্সা চালাইয়া সংসার পরিচালনা করি। আমার গ্রামস্থ ব্রাহ্মনচর নয়াগাঁও এতিম খানা ও মাদ্রাসার জায়গায় আমি একটি গ্যারেজ তৈরী করিয়া আমি নিয়মিত ভাবে এই গ্যারেজে আমার অটো রিক্সাটি রাখিয়া তালা বন্ধ করিয়া বাড়ীতে যাই। এই অবস্থায় ঘটনার দিন গত ২৫ জুন মঙ্গলবার সারা দিন অটো রিক্সা চালাইয়া সন্ধ্যা অনুমান ৭টার সময় গ্যারেজে রিক্সাটি রাখিয়া বাড়িতে যাই। পর দিন সকাল প্রায় ৭টার সময় গ্যারেজে গিয়ে দেখি চোরেরা গ্যারেজের তালা ভাঙ্গিয়া আমার অটো রিক্সাটি চুরি করে নিয়ে গেছে। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন মেঘনায় অটো রিক্সা ও রিক্সার ব্যাটারি চোরের উপদ্রবটা অনেকটা বেশি হয়ে গেছিল, আমরা দীর্ঘদিন থেকে চোর ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি, বিভিন্ন তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে অবশেষে চারজনকে ধরতে সক্ষম হয়েছি, এদের বিরুদ্ধে আগের অনেক অভিযোগ আছে, গ্রেফতারকৃতদের চুরির মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে, আমরা ওদের রিমান্ডের আবেদন চেয়ে ওদের কাছ থেকে পুরো গ্যাংকে ধরার চেষ্টা করবো।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *