সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার আহম্মদপুর গ্রামের মোঃসোহেল (২০), ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর গ্রামের মোঃইয়াছিন (২০) এবং নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরভাটা এলাকার মোঃ বেলাল উদ্দিন (১৯)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মহিপাল সার্কিট হাউস এলাকায় দেশি অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় র্যাব সদস্যরা সেখানে অভিযান চালালে কিশোর গ্যাংয়ের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা তাঁদের ধাওয়া করে মো. সোহেল, মো. ইয়াছিন ও মো. বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে। তাঁদের দেহ তল্লাশি করে দুটি ধারালো স্টিলের চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা ‘পিকে’ নামে একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। ফেনী রেলস্টেশন, সার্কিট হাউসসহ শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন তাঁরা। ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক এমরান হোসেন জানান, র্যাবের হাতে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তাঁদের ফেনীর আদালতে পাঠিয়েছে।