মেঘনায় গাছে পেরেক ঠুকে ফেস্টুন, এমন নিউজে টনক নড়ে প্রশাসনের

মো. শহিদুজ্জামান রনি: কুমিল্লার মেঘনায় গাছে পেরেক ঠুকে ফেস্টুন, বিপন্ন পরিবেশ ও সবুজায়ন। সাংবাদিক মো. ইব্রাহীম খলিল মোল্লার এমন নিউজের পরে টনক নড়ে মেঘনা উপজেলা প্রশাসনের। পরিবেশ ও গাছের সৌন্দর্য রক্ষায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় মেঘনা উপজেলায় গাছে প্রচারণামূলক ফেস্টুন লাগানোর অপরাধে মেঘনা লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন মেঘনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা। এসময় গাছগুলোতে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের পোস্টার ও রাজনৈতিক ব্যানারগুলো আছে তাদের বিরুদ্ধেও কি ব্যবস্থা নেওয়া হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা বলেন, সবার জন্যই আইন সমান। আমরা সবাইকে সতর্ক করবো এবং প্রয়োজনে ব্যবস্থা নেবো। উল্লেখ্য : মেঘনা উপজেলার বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সড়কে রাস্তার ধারে গাছে গাছে টাঙানো হয়েছে রাজনৈতিক প্রচারণা ও বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ফেস্টুন। গাছে পেরেক ঠুকে এবং রশি বেঁধে এসব ফেস্টুন লাগানো হয়েছে। স্থানীয়দের মতে, এভাবে ফেস্টুন লাগানোর ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের উপরও পড়ছে নেতিবাচক প্রভাব।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *