হোমনায় উদিচি শিল্পীগোষ্ঠীর আহ্বায়ক কমিটি গঠন

এমএ কাশেম ভূঁইয়া-হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় উদিচি শিল্পীগোষ্ঠী’ হোমনা উপজেলা শাখা’র ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সদরের একটি ভবন কক্ষে আজ ১৭মে শুক্রবার বেলা ১২টার দিকে আয়োজিত মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। এতে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার কবি আহমেদ উল্লাহকে আহ্বায়ক করে এ কমিটির অনুমোদন করেন, উদিচি শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা শাখার সভাপতি শেখ ফরিদ আহমেদ। কমিটির অন্যান্য সদস্যরা হলো, বীনা রানী দেবী, রাহিদ হাসান দাদন, শান্তি রঞ্জন সূত্রধর, মোঃ আবুল কাশেম ভূঁইয়া, মোঃ আতিকুর রহমান ভূঁইয়া, কবি দেলোয়ার, মোঃ কাউসার আহমেদ, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ আলম সরকার, দ্বীপক চন্দ্র সূত্রধর। বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ হোমনা শাখা’র সভাপতি বাবু চন্দন লাল রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা উদিচি শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ ফরিদ আহমেদ সাংবাদিক, নাট্যকার ও অভিনেতা এমএ কাশেম ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদিচি শিল্পীগোষ্ঠী’র কেন্দ্রীয় কমিটি’র সদস্য সৈয়দ আয়াজ মাবুদ, জেলা কমিটি’র সহ সভাপতি রত্না সাহা, জেলা কমিটি’র সদস্য হাসিনা আক্তার, রুমানা আক্তার রুমি ও হোমনা উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সদস্য সচিব বাবু রতন পোদ্দার প্রমূখ। হোমনা শিল্পকলা একাডেমীর অধ্যক্ষ শান্তি রঞ্জন সূত্রধরের সার্বিক সহযোগিতায় এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লায়ন কামাল উদ্দিন মাস্টার, হোমনা সরকারী কলেজ’র আইসিটি প্রভাষক মোঃ ইকবাল হোসেন সজিব, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাহিদ হাসান দাদন, গীতিকার ও কথা সাহিত্যিক কবি আহমেদ উল্লাহ, শ্রীমদ্ধী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিনা রানী দেবী, কবি দেলোয়ার ও শিল্পী কাউসার আহমেদসহ স্থানীয় কণ্ঠ শিল্পী, নৃত্য শিল্পী ও অভিভাবকবৃন্দ।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *