মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার: বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মঞ্চের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় রাতের আধারে আওয়ামী পন্থীরা জয় বাংলা স্লোগানটি লেখেন। শনিবার সকালে স্লোগানটি দৃষ্টি গোচর হলে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আওয়ামী পন্থী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হক রুবেল মাস্টারের অপসারন দাবীতে বিক্ষোভ মিছিল করেন। শনিবার (২৮ ডিসেম্বার) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মঞ্চের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় জয় বাংলা স্লোগানটি লেখা দেখতে পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকমর্ী এবং স্থানীয় উদ্বুদ্ধ জনতা শহরে বিক্ষোভ মিছিল করেন। জানা যায়, উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জিয়া স্মৃতি টি-২০ ক্রীকেট টুর্নামেন্ট চলছিল। ওই মাঠে এক প্রান্তে পাকা মঞ্চ ও বিদ্যালয়ের আশপাশের দেয়ালে সকালে জয় বাংলা স্লোগান লেখা স্থানীয়রা দেখতে পেয়ে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের জানান। মুহুর্তের মধ্যে এ সংবাদ ছড়িয়ে পরলে উপজেলা বিএনপিসহ ছাত্রজনতা স্কুল মাঠে জড়ো হয়। জয় বাংলা স্লোগান মুছে দেয়। পরে ওই বিদ্যালয়ের আওয়ামী পন্থী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক জিয়াউল হক রুবেলকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের অপসারন দাবীতে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল, যুবদল নেতাকর্মীসহ স্থানীয় জনতা।এসময় বিক্ষোভ মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম মামুন, উপজেলা বিএনপির সদস্য ইমরান হোসেন ফোরকান, বাদশা মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজুল ইসলাম, সদস্য শাহারিয়ার নাঈম, কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কামরুল হাসান অমিত, জেলা ছাত্রদলের সদস্য বাদল মিয়া, হাফিজুর রহমান, শ্রমিকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম মামুন বলেন, স্কুল মাঠে ২৪ ডিসেম্বর জিয়া স্মৃতি টি-২০ ক্রীকেট টুর্নামেন্ট শুরু হয়। এই খেলার সৌন্দর্য ও খেলা বানচাল করার জন্য টাকায় নিয়োগ নেওয়া অবৈধ প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার ও সাবেক ছাত্রনেতা রুবেল এই কাজ করাচ্ছেন। এ ঘটনা আমরা নৌবাহিনী ও উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। আমরা ওই আওয়ামী পন্থ্থী শিক্ষকদের অপসারনের দাবী জানাচ্ছি। অভিযুক্ত শিক্ষক জিয়াউল হক রুবেল বলেন, স্কুল বন্ধ থাকার কারনে কিছুদিন আগেই আমি শশুর বাড়ী কলাপাড়া শহরে বেড়াতে আসছি। কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তাহা আমি কিছুই জানিনা। এ বিষয় প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার বলেন, বিষয়টি আমি দেখছি, তবে এ বিষয় আমি দোষী নই। আমি অবহিত হওয়ার পরে ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা নিতেছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন, জয় বাংলা লেখার বিষয়টি আমি অবহিত হয়ে দোষী ব্যাক্তিদের খুজে বের করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানা ও নৌবাহিনীকে বলেছি। শিক্ষকদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলবো।