মোঃ আবু মুসা সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: EGCB এবং Marubeni japan এর যৌথ অংশিদারিত্বে সোনাগাজীতে ১০০ মেগাওয়াট Solar power plant স্থাপনের অংশ হিসেবে উপজেলা কনফারেন্স রুমে অংশীজনদের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জহির উদ্দীন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার লুবনা, উপজেলা ভাইস চেয়ারম্যান খোদেজা খানম শাহীন গনি, উপজেলা কৃষি অফিসার মোঃ মাইন উদ্দিন আহমেদ, ওসি তদন্ত মাকসুদ আলম, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম বলাই মিত্র, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা জামিল আহমেদ, সোনাগাজী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবদিন, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন, সোলার বিদ্যুৎ স্থাপন সংশ্লিষ্ট কর্মকর্তা সহ গণমাধ্যমকর্মীবৃন্দ। উল্লেখ্য, সোনাগাজী - মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ইতিমধ্যে ৭৫ মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন এর মাধ্যমে সরবরাহ করা হয়েছে। আরও ১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, স্থানীয় চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান সহ গণমাধ্যমকর্মীরা সোনাগাজীর বিদ্যুৎ চাহিদা মিটিয়ে অতিরিক্ত সোলার বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করার জন্য জোর দাবী জানান। এছাড়াও সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে গিয়ে ভারী যানবাহনে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করে দেওয়ার বিষয়টি তুলে ধরেন।