সাপাহারে বিএমডিএ অফিসে তালা ঝুলিয়ে কৃষক জনতার বিক্ষোভ

এনামুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় বিএমডিএ এর গভীর নলকুপ ও এলএলপি অপারেটর নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষুব্ধ কৃষক জনতা অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও অফিসে তালা ঝুলিয়ে দিয়ে মানববন্ধন করেছেন। রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ সহকারী প্রকৌশলীর কার্যালয়ে উপজেলার বিক্ষুব্ধ কৃষক জনতা অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় জনতা অফিসে তালা লাগিয়ে দিয়ে অফিসের সামনে মানববন্ধন করেন। উল্লেখ্য যে উপজেলার ৩২৩টি ডিপ টিউবয়েল ও ৭২টি এলএলপি সহ মোট ৩৯৫টি টিউবয়েলের অপারেটর নিয়োগ গত বৃহস্পতিার (১৯ ডিসেম্বর২০২৪ইং) বিএমডিএ এর গভীর নলকুপ ও এলএলপি অপারেটর নিয়োগ পরিক্ষা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং গত বৃহস্পতিার (২ জানুয়ারি ২০২৫ইং) বেলা ১১টায় নোটিশ বোর্ডে এর ফলাফল টাঙ্গানো হয়। এসময় বিক্ষুব্ধ কৃষক মো: জালাল উদ্দীন, মতিউর রহমান,কামরুজ্জামান,বাবুল আকতার ও মোশারফ হোসেন জানান- অবৈধভাবে টাকার বিনিময়ে বিএমডিএ কর্মকর্তা প্রকৌশলী তরিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুর রব ও হিসাব রক্ষক রেখা রানী সাহা আওয়ামীলীগর সমর্থিত ব্যাক্তিদের অপারেটর নিয়োগ প্রদান করেন। বিক্ষুব্ধ কৃষক জনতা উর্দ্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করে বলেন অবিলম্বে উক্ত কর্মকর্তাদের পদত্যাগ দাবী সহ তদন্ত সাপেক্ষে সুষ্ঠভাবে অপারেটর নিয়োগ দেয়া না হলে আবারো অফিস ঘেরাও সহ বিভিন্ন কর্মসুচী গ্রহনের হুসিয়ারী প্রদান করেন । উল্লেখ্য যে আনন্দোলন চলাকালে অফিসে আয়া,আনসার সদস্য ছাড়া কোন কর্মকর্তাকে উপস্থিত ছিলেননা। অপারেটর নিয়োগে অনিয়ম দুর্নীতির অভিযোগের বিষয়ে জানার জন্য বিএমডিএ কর্মকর্তা প্রকৌশলী তরিকুল ইসলাম এর ০১৭৫৬ ২৬৫ ৫৫৬ নাম্বার মোবাইলে বার বার যোগাযোগের চেষাটা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *