আশরাফুল ইসলাম গাইবান্ধা: ব্যাপক আয়োজনে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে অবস্থিত ফ্রেন্ডস্ শিবরাম আদর্শ বিদ্যাপীঠের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ, ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। ৩০ নভেম্বর শনিবার সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন অবস্থিত বিদ্যাপীঠের মাঠে আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়। এরআগে, বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার সকালে উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্রীড়া উৎসবের শুরু হয়। প্রথম দিনে প্লে থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী, অভিভাবকরা বিভিন্ন আকর্ষণীয় খেলায় অত্যন্ত আগ্রহ নিয়ে অংশগ্রহণ করে। এছাড়া প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। এরপর অভিভাবকদের নিয়ে আয়োজিত সমাবেশে শেষে অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে ক্রীড়া উৎসবে যোগদান করেন। এসময় বেলুন ফুলানো, মার্বেল দৌঁড়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় নারী-পুরুষ অভিভাবকরা। দ্বিতীয় দিনক্লাস পার্টির মধ্য দিয়ে শুরু হয়। পরে সাংস্কৃতিক পর্বে নাচ, গান নৃত্য পরিবেশনসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গ্রুপ ছাড়াও এককভাবে গান ও নৃত্য পরিবেশন করে বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীরা। শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিসহ শিক্ষকরা। এরআগে, অধ্যক্ষ আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপাধাক্ষ নুরুন্নবী বাদশা, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম,রকিবুল হাসান রনি,ও অভিভাবক জয়নাল মিয়াসহ অন্যান্যরা। উল্লেখ্য, প্রতি বছরের মতো আয়োজিত দুইদিন ব্যাপী অনুষ্ঠানে বিদ্যাপীঠের শিক্ষার্থী তাদের অভিভাবক ছাড়াও স্থানীয় এলাকার মানুষের পদচারণায় আনন্দমুখর হয়ে উঠে পুরো অনুষ্ঠান। ফলে সবাই মিলে দারুণ আনন্দ উপভোগ করেন। ২০২০ সালে প্রতিষ্ঠিত ফ্রেন্ডস্ শিবরাম আদর্শ বিদ্যাপীঠে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৪০০ জন ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে।