আশরাফুল ইসলাম গাইবান্ধা: হেলিকপ্টারে উড়ে বিয়ে করতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় আসলেন বর বাবুল রায়হান। ৭ নভেম্বর বৃহস্পতিবার হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বরযাত্রী নিকটত্নীয়সহ বন্ধুবান্ধবদের নিয়ে দুপুর সোয়া দুই টার দিকে কনের বাড়ির পাশে উপজেলার নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরন করে। এর আগে এ খবর জানাজানি হলে ওই এলাকার নানা বয়সের হাজারো উৎসুক জনতা বর ও হেলিকপ্টারটি এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। এরইমধ্যে হেলিকপ্টার অবতরন করার সাথে সাথে উপস্থিত জনতা আনন্দ উল্লাসে মেতে উঠেন। বর রায়হান বাবুল একজন ব্যবসায়ী। তার বাবার নাম পাজ্ঞাব আলী মোল্লা। তিনি মাগুরা সদর উপজেলার গাংগলিয়া চন্দন প্রতাপ গ্রামের বাসিন্দা। জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের এনামুল হোসেন হারুনের মেয়ে নাঈমা সুলতানা ঐশীর সাথে রায়হান বাবুলের পারিবারিক ভাবে বিয়ের দিনক্ষন নির্ধারন করা হয়। সে মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকে কনের বাড়িতে চলতে থাকে বৌ ভাতসহ বিয়ের ব্যাপক ধুমধাম আয়োজন চলে। বিবাহ রেজিষ্টার সাজ্জাদ হোসেন জানান, হেলিকপ্টারটি অবতরন করার পরে কনের বাবা ও তার আত্নীয়স্বজন বরকে উৎসবমুখর পরিবেশে বরন করে নেন। এরপর মুসলিম শরিয়াত মোতাবেক ১৬ লক্ষ টাকা দেন মোহরানায় বর ও কনের বিবাহ সম্পাদন করা হয়েছে।