সাঘাটায় অবৈধ ৪১ টি কয়লার চুল্লি ধ্বংস করলো উপজেলা প্রশাসন

আশরাফুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের বাঙালি নদীর ধারে চুকুলী ও বাঙ্গাবাড়ী গ্রামের স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ধ্বংস করা হয়েছে । উক্ত কয়লার কারখানার উৎপন্ন ধোয়ার কারণে বসবাসরত বাসিন্দাদের সর্দি- কাশি- ব্রংকাইটিস সহ নানা রোগ ব্যাধি দেখা দিয়েছে। শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে। গৃহপালিত পশুপাখি মারা যাচ্ছে। এসময় ফায়ার সার্ভিস, সাঘাটা থানার পুলিশ ও ছাত্র সমন্বয়কদের সহযোগিতায় এবং স্থানীয় জনতার উপস্থিতিতে কাঠ পুড়িয়ে কয়লার তৈরির ৪১ টি চুল্লি ধ্বংস করা হয়েছে।এবিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।

Share, Follow & Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *